মুবিন
আব্দুল্লাহ নামক একটি শিশু সেফটি ট্যাংকিতে পড়ে মারা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ বছর কয়েক হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের সেফটি ট্যাংকিতে কোন ঢালাই দেয়নি যার কারণে পানি জমে থাকে। ফলে আজ আব্দুল্লাহ নামক শিশুটি সেফটি ট্যাংকির পানিতে পরে মারা যান। স্থানীয়দের তেমন কোন আহাজারী দেখা যাইনি কারণ চার বছরের শিশুটি আব্দুল্লাহ তার বাড়ি এখানে না, চাঁপাইনবাবগঞ্জ। এই ঘটনাটি ঘটে মোজাফফরপুর গ্রামে মেখল ইউনিয়ন হাটহাজারী উপজেলায়। আব্দুল্লাহর বাবা রনি জানান- এখানে অন্য কারো বাচ্চার মৃত্যু হতে পারতো আমার একটি মাত্র ছেলে আব্দুল্লাহ আজ পানিতে ডুবে মারা যায়। তার বিচার চান আব্দুল্লাহ বাবা রনি। এলাকার মানুষ তার একটি সুষ্ঠু বিচার চান বলে জানান। দোষ এড়াতে মৃত্যুর পর কয়েকটি বাঁশ -গাছ দিয়ে সেফটি ট্যাংকিটি ঢাকার চেষ্টা করেন। স্থানীয় মানুষের কাছে জানা যায় টাংকিটি ১ বছর আগে প্রায় তৈরি করেছেন। এলাকায় অনেক ছোট বাচ্চা রয়েছেন কিন্তু মালিকপক্ষের কোন বাচ্চা না থাকায় সেটি গুরুত্ব সহকারে দেখা হয়নি।