
রিংকু রায়, মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
নেত্রকোণার মোহনগঞ্জে মাদক মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠানকে (৫২) গ্রেফতার করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের টেংগাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠান পৌর শহরের টেংগাপাড়া এলাকার মৃত হাজী মুসলিম উদ্দিন খান পাঠান ওরফে দারগ আলীর ছেলে। শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠানের বিরুদ্ধে মাদকের ৮টি মামলা রয়েছে। ২০২৩ সালের জুন মাসে করা মাদকের একটি মামলায় আদালত শাহীন খান পাঠান ওরফে রেনু পাঠানকে ৪ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। গত বছরের মার্চে এ রায় ঘোষণা করা হয়। তারপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদে অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গত সোমবার দিবাগত রাতে শহরের টেংগাপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।