হাসান আহমেদ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
যেখানে অন্যায় অত্যাচার,সাংবাদিক নির্যাতন, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণা তার নাম জিহাদ হোসেন।
যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক জিহাদ হোসেন জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদী তিনি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদ্বন্দী কণ্ঠস্বর এর নাম জিহাদ হোসেন ।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা।
আপনি এই দিনে পৃথিবীতে এসেছেন তাই শুভেচ্ছা আপনাকে, অনাগত ক্ষণ হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়।
সাংবাদিকতার মত মহান পেশা ছেড়ে অন্য কিছুই চিন্তাভাবনায় ভাবতে চান না সাংবাদিক জিহাদ হোসেন।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ভোজন রসিক জিহাদ হোসেন পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশ পছন্দ করেন।