শিশির ভেজা সকাল যেন শীতের আগমনী বার্তা

আহসান হাবিব ,ফুলবাড়ী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ

আজ ৩রা কার্তিক শরৎকাল। দরজায় কড়া নাড়ছে হেমন্তের নবান্ন। শান্ত-নীবর প্রকৃতি।শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলোয় হালকা লালচে রঙয়ের ঝিলিক।ভোরে দেখা মেলে ধানের শিষে শিশির নামক এক খণ্ড হীরক । সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা।দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে।শরৎ শেষে হেমন্ত, রাতের শেষ ভাগে শরীরে হিমহিম শীতের অনুভূতি।

দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভৌগোলিক অবস্থান ও ঋতু বৈচিত্র্যের কারণে এবং সীমান্তবর্তী এ উপজেলা ভারতের হিমালয়ের কাছাকাছি হওয়ায় অক্টোবরেই আগাম শীতের আমেজ দেখা মিলছে।ইতোমধ্যে গত এক সপ্তাহ ধরে ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির কণা।

শরতের বিদায় হতে না হতেই হেমন্তকে পাশ কাটিয়ে যেন আগাম বার্তা দিচ্ছে শীত।

সরেজমিন ঘুরে উপজেলার সুজনের কুটি গ্রামে  সকাল ৮ টা পর্যন্ত বিভিন্ন গাছ ডগা ও ধান ক্ষেতে শিশির জমে থাকার দৃশ্য দেখা গেছে।এ অঞ্চলে ক‌য়েক দিন আগে মুষলধারে  টানা বৃষ্টির পর শীতকা‌লীন শাক সব‌জির মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা।গ্রামীণ জমির ধান ক্ষে‌তে টলমল শিশির কণা। মাঠের দূর্বাঘাসের ডগায় ডগায় শিশিরের বিচরণ। এ যেন এক অন্য রকম অনুভূতি।

শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো।অন‌্যদি‌কে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছে প্রান্তিক চাষিরা। কোমর বেঁধে ফসলের মাঠে মুলা, ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো, লাল শাকসহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন সবজি চাষবাদ করতে শুরু করেছেন তারা।

এ প্রসঙ্গে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আবহাওয়া পর্যবেক্ষনাগারে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, টানা এক সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। তিনি আরও জানান, মূলত পৌষ-মাঘ এই দুই মাস শীতকাল ধরা হলেও এ বছর আশ্বিন-কার্তিকের দিকেই শীতের আসতে শুরু করে‌ছে। তাই শীতকাল আসা মাত্রই এবছর শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *