আছিফুর রহমান রাহুল
শরীয়তপুর জেলা প্রতিনিধি ।
১৬/০৮/২০২৩ খ্রিঃ শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পালং মডেল থানার অপহরণ মামলার আসামি গ্রেফতার ও ভিকটিম উদ্ধার সম্পর্কে প্রেস ব্রিফিং করেন শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহবুবুল আলম।
গত ১২/০৮/২০২৩ খ্রি: ফয়সাল আকন থানায় এজাহারের মাধ্যমে জানান তাহার বোন ফারজানা একই তারিখ সকাল ১০:০০ সময় বোনের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ৩/৪ জন একটি সিএনজিতে তুলে নিয়ে গেছে। পরবরর্তীতে একই তারিখ ভিকটিমের বোন শারমিন আক্তারের নিকট দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
তৎক্ষণাৎ পুলিশ সুপারের নির্দেশে চিকুন্দী ফাড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মাঠে নেমে বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যাবহার করে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে আসামি গ্রেফতার করতে সক্ষম হন ,, এবং মূল পরিকল্পনাকারী শাওনের তথ্যের ভিত্তিতে শৌলপাড়া এলাকা হতে ভিকটিম উদ্ধার করেন এবং ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সহযোগী ২/ হৃদয় ও ৩/ রবিউল কে গ্রেফতার করতে সক্ষম হয়।
উক্ত প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার আরও জানান এরকম অপহরণ মামলা বা যে কোন মামলার আসামি ধরা অব্যাহত থাকবে।