মোঃ শামিম উদ্দিন – বাঘাইছড়ি প্রতিনিধি:
১২/১১/২০২৩
বাঘাইছড়িতে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাংগামাটি শাখার পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।
রবিবার (১২ নভেম্বর) বেলা ১১ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এক জনসমাবেশে এসব অর্থ ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং রাংগামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা রেড ক্রিসেট সোসাইটি রাংগামাটি শাখার সাধারন সম্পাদক মাহফুজুর রহমান জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন প্রেস ক্লাবের সভাপতি দীলিপ কুমার দাশ বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহাম্মদ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী হোসেন, বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র জাফর আলী খাঁন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই দীপংকর তালুকদার এমপি বাঘাইছড়ি পৌরসভার ১১ কোটি ২৫ লক্ষ ৪৭ হাজার টাকা ব্যয়ে মোট ১১ টি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন এক সময় রাংগামাটি জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির দায়িত্ব নিতো কিন্তুু তারা জানতো না তাদের কাজ কি বর্তমানে আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যরা অনেক দক্ষ। বর্তমান সরকারের আমলে রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে জনকল্যাণকর কাজ করে যাচ্ছে।
রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৭৫০ জন ক্ষতিগ্রস্তের মাঝে প্রতিজন ৬০০০ টাকা করে মোট ৪৫ লক্ষ টাকা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পাটি,বালতি,তেরপাল বিতরণ করা হয়।
বাঘাইছড়ি পৌরসভার পক্ষ থেকে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৭২ টি ডাস্টবিন বিতরণ করা হয়।