রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন রাজশাহীর জাসদ
অভিভাবক-বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন রাজশাহীর জাসদ পরিবারের অভিভাবক,সকলের অতি প্রিয়ভাজন,পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতা,রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ৭০-৭১ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক,বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক,মহান স্বাধীনতা সংগ্রামী, বিএলএফ মুজিব বাহিনীর সদস্য হিসাবে ভারতের দেরাদূনে গেরিলা যুদ্ধের উচ্চতর সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধের রনাঙ্গনে সাহসী ভুমিকা পালনকারী বীর মুক্তিযোদ্ধা,রাজশাহীতে জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা ও আমৃত্য নেতা,সংগ্রামী মোহাম্মাদ আলী।
আজ বিকাল ৫.৩০টায় নিজ বাড়ির পাশে সপুরায় হাজী কসিম উদ্দিন ঈদগাহ ময়দানে গার্ড অব অনার প্রদান শেষে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।এবং সপুরা ওয়াপদা গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
তাঁর জানাজার নামাজ এবং দাফনকার্যে অংশগ্রহণ করেন, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন,সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মজিবুল হক বকু, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল,জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন,আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,বীররমুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফ,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক,বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল মান্নান,বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল,বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান বেল্টু,সাবেক সিটি মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল,জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু,জাসদ নেতা গোলাম হায়দার,ফয়েজুল্লাহ চৌধুরী, ফিরোজ খান,আসরাফুল ওমর দুলাল,সাইফুল করিম কাজল,গাজী আলমগীর কবীর,আবদুল্লাহ আল মামুন রওনক,পাভেল ইসলাম মিমুল,সামসুল ইসলাম,জুয়েল খান সহ সকল দলের অগণিত নেতা-কর্মি-সমর্থক বৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ জনতা।