রামপালে বাল্যবিবাহ প্রতিরোধে সভা।

রামপাল থেকে আশিকুর রহমান জালি ।
রামপালের রাজনগর ইউনিয়নের বড়দূর্গাপূর গ্রামে ওয়ার্ডভিশন রামপাল জোন কতৃক বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক একসভা ও নাট্যনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার গন্যমান্য বেক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এসময় পুলিশের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা ডি এস বি মফিজুল ইসলাম খান বলেন সমাজে নারীর প্রতি সহিংসতা ও অত্যাচারের একটা মাধ্যম হচ্ছে বাল্যবিবাহ। তিনি আরও বলেন ১৮ বছরের নিচে মেয়েদের ও ২১ বছরের নিচে ছেলেদের বিবাহ না দিতে অবিভাবকদের প্রতি আহবান জানান। অল্প বয়সে ছেলে মেয়েদের বিবাহ দিলে কি সমস্যা হবে এ বিষয়ে ও তিনি আলোচনা করেন। পরে সুন্দরবন থিয়েটারের পরিবেশনায় বাল্যবিবাহ প্রতিরোধের উপর নাটক ও গান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *