রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত

পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো :

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

এর আগে,স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি-প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়।

আলোচনা সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিয়াউল হক এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জেলা প্রশাসক শামীম আহমেদ,রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া,আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মো.আরেফিন জুয়েল প্রমুখ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. ইমতিয়াজ হোসেন,বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান,রাজশাহী শিক্ষা বোর্ডের (সাবেক) চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম,সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত,রেডা’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান।

মুখ্য আলোচক ছিলেন,গণপূর্ত জোন রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মিসবাহ উদ্দিন আহমেদ।

বিশেষজ্ঞ আলোচক ছিলেন,রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক অনুতুস দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *