প্রতিনিধি;ময়মনসিংহ প্রতিনিধি :সিরতা ইউনিয়নে সতন্ত্র প্রার্থী আমিনুল হক শামিম সি আই পি এর ট্রাক মার্কার কেন্দ্র বানানো নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধে একজন নিহত। উভয়ই ট্রাক প্রতীকের কেন্দ্র বানানোর জন্য ঝগড়ায় জড়িয়ে পরে। এ ঘটনায় একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। নিহত ব্যাক্তি ৫নং সিরতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা যায়, মৃত ভিকটিম রফিকুল ইসলাম (৫২) ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়ার মৃত নুর হোসেনের পুত্র। ঘটনাটি গতকাল রাত (১৯ ডিসেম্বর) মঙ্গলবার দিবাগত রাত অনুমান পনে ৮ টায় কোনাপাড়া গ্রামের হুতার বাড়ির মোড় আইনুদ্দিনের দোকানের সামনে নির্বাচনী ক্যাম্প নিয়ে আসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে আপন ছোট ভাই ফারুক (৪০) বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজু (২৫) এর মধ্যে কিল ঘুষাঘুষি ঘটনা ঘটে।
ঘুষাঘুষির একপর্যায়ে ভিকটিম রফিকুল ইসলাম মাটিতে ঢলে পড়ে এবং অজ্ঞান হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। ভিকটিমের শরীরে উল্লেখযোগ্য কোন জখমের চিহ্ন দেখা যায়নি শুধুমাত্র নাকের উপরে বাম পাশে সামান্য কাটা জখম এর চিহ্ন দেখা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, ভিকটিমের সাথে ভাতিজাদের আগে থেকেই বাড়ীর জমি নিয়ে বিবাদ রয়েছে। ভিকটিম মৃত রফিকুল ইসলাম এর আগেও ২ বার স্ট্রোক করেছিলো। এ ঘটনায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিম ঘটনাস্থলে অবস্থান করছে। রফিকুল নামে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।