মাভাবিপ্রবিতে বাঁধনের নতুন কমিটির নেতৃত্বে সাকিব-সেতু

মাভাবিপ্রবিতে বাঁধনের নতুন কমিটির নেতৃত্বে সাকিব-সেতু

মো:রাসেল চৌধুরী
মাভাবিপ্রবি প্রতিনিধি

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যকরী কমিটি আজ (সোমবার) গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি পদে বিজিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান (সাকিব) ও সাধারণ সম্পাদক পদে একই বিভাগের শিক্ষার্থী হাবিবা ইসলাম সেতু নির্বাচিত হয়েছেন।

কার্যকরী পরিষদে কেন্দ্রীয় পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন তাপস কুমার রায় (ফার্মেসী)। এ কমিটির সহ-সভাপতি পদে জাকিউল ইসলাম জাকি (বিজিই), মরিয়ম আক্তার সায়মা (পরিসংখ্যান) নির্বাচিত হয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক পদে আকাশ ইসলাম (অর্থনীতি), সাংগঠনিক সম্পাদক পদে ফয়সাল আহমেদ (এফটিএনএস), সহ-সাংগঠনিক সম্পাদক পদে উমামা আশরাফ ভাবনা (বিজিই), কোষাধ্যক্ষ পদে শারমিন সুলতানা তম্বী (বিজিই), দপ্তর সম্পাদক পদে রাহুল চন্দ (পরিসংখ্যান), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. কামাল মিয়া (অর্থনীতি), শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক পদে মাছুমা কানিজ ইতু (বিজিই) নির্বাচিত হয়েছে।

নির্বাহী সদস্য পদে মো. সুজায়েত হোসেন (এফটিএনএস) , মহিম খান (পরিসংখ্যান) , পপি রানী মাহাতো (বিজিই), সাদিয়া সুলতানা তমা (ফার্মেসী), মো. সজিব আল মামুন (অর্থনীতি)কে মনোনীত করা হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে সংগঠনটির সভাপতি বিজিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান (সাকিব) বলেন, সকলের সংশ্লিষ্টতায় এগিয়ে যাক বাঁধন, রক্তদান পুণ্যে ধন্য হই, বেঁচে থাকুক ভালোবাসাগুলো। আমার ওপর অর্পিত দায়িত্ব বিশ্বস্ততার সঙ্গে পালনের চেষ্টা থাকবে। আমরা বাঁধন মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকবো।

নতুন সাধারণ সম্পাদক হাবিবা ইসলাম সেতু বলেন, বিনামূল্যে রক্তদানের কার্যক্রম পরিচালনাকারী একটি স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন। যার একটি অংশ হিসেবে কাজ করছে মাভাবিপ্রবি ইউনিট। আমি আশা করি, ২০২৪ সালের কার্যকরী পরিষদে যারা দায়িত্বে আসছেন সবাই নিজেদের সর্বোচ্চ দিয়ে দায়িত্ব পালন করবেন এবং আমাদের ইউনিটের জন্য এক নতুন দ্বার উন্মোচন করবেন। যে মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই মহান সংগঠনের অগ্রযাত্রা সেই শুভযাত্রাকে ত্বরান্বিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

উলেখ্য, আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন ‘বাঁধন’ এর নতুন কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *