মাভাবিপ্রবিতে প্রথমবারের মতো ক্লাব ফেস্ট ১.০ অনুষ্ঠিত

মো:রাসেল চৌধুরী

মাভাবিপ্রবি প্রতিনিধি

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) সকল ক্লাবের সম্মিলিত আয়োজনে প্রথম বারের মতো দুই দিনব্যাপী ক্লাব ফেস্ট ১.০ অনুষ্ঠিত হয়েছে।

এই ক্লাব ফেস্ট ১.০ এর শুভ উদ্বোধনের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: ইমাম হোসেন,বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড.মো: এ.কে.এম মহিউদ্দিন,আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাজজাদ ওয়াহিদ,শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড.মো: ফজলুল করিম ও বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ক্লাবে স্ততঃফিত অংশগ্রহণে এই ক্লাব ফেস্ট ১.০ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। ফেস্টের দ্বিতীয় দিন সাংস্কৃতিক সন্ধ্যায় বর্ণিল আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা উপভোগ করেন।

ক্লাব ফেস্ট ১.০ যে সকল ক্লাব অংশগ্রহণ করে সেইগুলো হলো মাভাবিপ্রবি ধ্রুবতারা,এমবিএমসি,নৃত্যধারা,সিডিসি,সিআরসি, বাঁধন, মাভাবিপ্রবি ক্লিন,ফটোগ্রাফি সোসাইটি, স্পোর্টস ক্লাব,ডিবেটিং সোসাইটি,সাইন্স ক্লাব,বন্ধু সভা,সাহিত্য সংসদ, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি।
ক্লাবগুলো বাহারি সাজে তাদের স্টল সাজিয়ে সদস্য আকর্ষিত করার চেষ্টা করে

তাদের কার্যাবলির ছবি, ফেস্টুন স্টলে সাজিয়ে নতুন সদস্য সংগ্রহ করে।

ফেস্টের অন্যতম আয়োজক সৌরভ চৌধুরী বলেন, আমি প্রথম বর্ষ থেকে বিভিন্ন ক্লাবের সাথে যুক্ত ছিলাম।দেখতাম ক্লাব গুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগীতা চলে তাই এই টেন্ড থেকে বের হওয়ার জন্য এইবার আমরা সবাই মিলে এই ক্লাব ফেস্ট আয়োজনের উদ্দেশ্য গ্রহণ করি।
এই ক্লাব ফেস্টের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক তৈরি হবে।পরবর্তীতে সব ক্লাবের সম্মনয়ে এই আয়োজন নবীনদের জন্য চলতে থাকবে এবং সব ক্লাব নবীনদের বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর করে তুলবে।

ফেস্ট বিষয় বাঁধন মাভাবিপ্রবি ইউনিট এর সাধারণ সম্পাদক বলেন, ২০২৪২০২৪ সালে সারা দেশ টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যায়, স্বাভাবিকভাবেই স্বেচ্ছাসেবী এবং সাংস্কৃতিক ক্লাবগুলো তাদের গতানুগতিক কার্যক্রম করার জন্য অনুকূল পরিবেশ পায়নি।

অত্যন্ত আনন্দের বিষয় এই যে এই ক্লাব ফেস্ট ১.০ এর মাধ্যমে সকল সংগঠনগুলোর মাঝে প্রাণের সঞ্চার হয়েছে।

ক্লাব ফেস্টের মাধ্যমে আমরা স্বেচ্ছায় রক্তদান সম্পর্কে অনেক মানুষকে সচেতন করতে পেরেছি, অনেক ডোনার ও কর্মী সদস্য সংগ্রহ করতে পেরেছি।

সর্বোপরি আমাদের সংঘটন ও সকল ক্লাবের সফলতা কামনা করছি এবং এমন আয়োজন প্রতিবছর হোক এই প্রত্যাশা করছি।

ধ্রুবতারার সাধারণ সম্পাদক এবং ফেস্টের আরেক জন আয়োজক সুদীপা সরকার বলেন,কোনো এক লাঞ্চ ব্রেকে ক্যাফেটেরিয়ায় কালচারাল ক্লাবগুলো মিলে একটা ফেস্ট নামানোর ইচ্ছা থেকে শেষ পর্যন্ত ১৩ টি ক্লাবের সমন্বয়.. জার্নিটা মোটেও সহজ ছিল না। তবে এত চড়াই উৎরাই পার করে আমাদের যে আসল উদ্দেশ্য – সকল ক্লাবের মধ্যকার একাত্মতা,সম্প্রীতি,এটা যেন বছরের পর বছর এভাবেই বজায় থাকে। “ক্লাব ফেস্ট 1.0″ সফলভাবে সকল ক্লাবের সহযোগিতায় সাফল্য পেয়েছে,একইভাবে যেন ভবিষ্যৎ এও সাফল্য আসে,অনুজদের প্রতি অনুরোধ থাকবে।

সি আর সি,মাভাবিপ্রবি এর সাধারণ সম্পাদক –
সিদ্রাতুল মুনতাহা বলেন”থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথ শিশু মুক্ত”
এই স্লোগান কে সামনে রেখে আমাদের “কাম ফর রোড চাইল্ড বা সি আর সি”র পথ চলা।
এক সাথে যুক্ত হওয়ার জন্য ক্লাব ফেস্টের থেকে আর ভালো কিছু কি হতে পারে?
এই ক্লাব ফেস্টের ম্যাধমে, আমাদের এই মহৎ কাজ, ক্যাম্পাসের অনেক নতুন সদস্যদের সংযুক্ত করতে পেরেছি,আমাদের কাজের ধারাবাহিকতা,আমাদের কাজের উদ্দেশ্য, আমাদের কাজের উল্লেখযোগ্যতা তুলে ধরতে পেরেছি।মানবকল্যাণ এবং বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষকে নিয়েই যে আমাদের কাজ,সেটি বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে পেরেছি।এই ধরনের উদ্যেগের কারনে তাদের মধ্যে সমাজের নিম্নস্তরের মানুষের জন্য, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তাদের মনে আগ্রহের বহিঃপ্রকাশ ঘটেছে।তাই এইরকম ভালো কাজের প্রসারের জন্য এই ধরনের ক্লাব ফেস্ট আমাদের ক্যাম্পাসে প্রতিবছর হওয়া উচিত বলে আমি মনে করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *