নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
মাধবপুরে বহরা এলাকায় থেকে জুয়া খেলারত অবস্থায় আটজন জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ
বুধবার ০৪ অক্টোবর দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদ ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানাধীন মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মজিবুর রহমান চৌধুরী, এএসআই বাপ্পী রুদ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামের শাহীন মিয়ার নার্সারিতে নির্মিত টিনশেড ঘরের ভিতরে জুয়া খেলারত অবস্থায় আসর থেকে নগদ টাকা খেলার সরঞ্জামসহ আটজন জুয়াড়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলো: মোঃ সাদ্দাম হোসেন (২৫) পিতা-মোঃ আইয়ূব আলী, সাং-হরিশ্যামা। রমেশ দাস (৩৮) পিতা-মৃত নরেশ দাস, সাং-কুটানিয়া দীঘিরপাড়। মোঃ কদম আলী (৩৫) পিতা-মৃত ইয়াকুব আলী ৪। স্বপন দাস (৩৫) পিতা-মৃত সুকুমল দাস ৫। রবীন্দ্র সরকার (৪০) পিতা-মৃত কৃষ্ণ চরন সরকার, সর্ব সাং-কুটানিয়া, ৫নং আন্দিউড়া ইউ/পি। মোঃ কামরুল ইসলাম (২৫) পিতা-মৃত রফিজ উদ্দিন, সাং-উত্তর গোবিন্দপুর মোঃ আউশ মিয়া (৩০) পিতা-মৃত হীরা মিয়া, সাং-আলাদাউদপুর মোঃ কুদ্দুছ মিয়া (২৮) পিতা-মৃত আব্বাছ আলী, সাং-গাংগাইল, সর্ব ৩নং বহরা ইউ/পি, বাসিন্দা। জুয়া খেলার আসর থেকে জুয়াড়ী সামগ্রী (তাস) সহ নগদ ১৮ হাজার ১শত ৭০টাকা উদ্ধার করা হয়।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন এ তথ্য নিশ্চিত করেন জানান,জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বৃহস্পতিবার জেলা বিজ্ঞ আদালতে আসামীদের পাঠানো হবে ।