মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ সালামি দিল যবিপ্রবির এআইএস ক্লাব। 

আল আমিন, যবিপ্রবি প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের একমাত্র ক্লাব এআইএস ক্লাব ইয়াতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছে। গতকাল ৩১ মার্চ ক্যাম্পাসের পাশে জগহাটি স্থানের ফুরকানিয়া নামক একটি মাদ্রাসায় সাহরি এবং  ইফতার বিতরণ করে ক্লাবটি। ইফতার শেষে শিক্ষার্থীদের মাঝে ঈদ সালামিও বিতরণ করা হয়।

এআইএস বিভাগের শিক্ষক ফজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এতসুন্দর কাজের মাধ্যমে যবিপ্রবির এআইএস ক্লাব আরও এগিয়ে যাবে। এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান এবং তিনি আশা রাখেন ভবিষ্যতেও নানা কাজের মাধ্যমে যবিপ্রবির এআইএস ক্লাব আরও এগিয়ে যাবে ইন শা আল্লাহ।

এআইএস ক্লাবের সভাপতি আকিব ইবনে সাঈদ বলেন, প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল শিক্ষক দের প্রতি যারা তাদের নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে আমাদের এই উদ্যোগ কে ত্বরান্বিত  করেছেন আপনাদের সাহায্য ও অণুপ্রেরণা আমাদের কাজকে আরো সহজ করেছে।এই মহৎ কাজে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দুইজন  শিক্ষক আব্দুস সালাম স্যার এবং শারমিন আক্তার ম্যামের প্রতি  যারা সুদূর দেশের বাইরে থেকেও আমাদের এই আয়োজনে শরিক হয়েছেন।

সবশেষে তিনি  এ.আই. এস বিভাগের  সকল কর্মচারী , সিনিয়র ভাই-বোন ও সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ জানান যারা এই সুন্দর আয়োজনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের পাশে ছিল।

এআইএস বিভাগের শিক্ষার্থীরা বলছেন এমন কাজের মাধ্যমে অত্র ক্লাব সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে মহৎ কাজ করেছে। এ ধারা আগামীতে অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *