মাগুরা-২ আসনে নৌকা পেতে মরিয়া একাধিক প্রার্থী, নিশ্চুপ ধানের শীষ, সক্রিয় লাঙ্গল।

মোঃ ফয়সাল হায়দার
(ক্রাইম রিপোর্টার)
মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা-২ আসনে নৌকা পেতে মরিয়া একাধিক প্রার্থী, নিশ্চুপ ধানের শীষ, সক্রিয় লাঙ্গল

 

মহম্মদপুর,শালিখা ও সদর ৪ ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা -২ আসন‌। এই সংসদীয় আসনের বর্তমান এমপি সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। মাগুরা -২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রায় ডজন খানেক নেতা। তার মধ্যে উল্লেখযোগ্য হলো বর্তমান এমপি ড. শ্রী বীরেন শিকদার, কেন্দ্রীয় সদস্য নির্মল কুমার চ্যাটার্জী,অবঃ কর্ণেল শরীফ আহম্মেদ, সৈয়দ ওহিদুর রহমান টিপু, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, অধ্যক্ষ আবু আবদুল্লাহেল কাফী। এই আসনের বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে জাতীয় পার্টির সাবেক মন্ত্রী এ্যাড নিতাই রায় চৌধুরীর কথা। কিন্তু বিএনপি সূত্র জানাচ্ছে তাদের এখনকার লক্ষ্য সরকার পতনের, নির্বাচন নয়। জাতীয় পার্টি থেকে মাগুরা -২ আসনে যার নাম জোরে সোরে শোনা যাচ্ছে সে হলো মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি খসরুল আলম খসরু। ইতিমধ্যে তিনি কেন্দ্রসহ, জেলা, উপজেলা ও তৃণমূল নেতাকর্মীদের কাছের মানুষ হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। এসময় খসরুল আলম খসরুর সঙ্গে তিনি জানান আমি পূর্বে একবার নমিনেশন পেয়েছিলাম কিন্তু দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেছিলাম। আমি এবার আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে। মনোনয়ন পেলে এবং সুষ্ঠ নির্বাচন হলে আমি এ আসনটাকে জনবন্ধু জি এম কাদের স্যার কে উপহার হিসেবে দিতে পারবো। জাতীয় পার্টির মহম্মদপুর উপজেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক মোঃ বিপ্লব আলম বলেন, খসরুল আলম খসরু আমাদের নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হতে বলেছেন। আমরা আশাবাদী এবার আমাদের বিজয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *