ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
রাতে নির্বিঘ্নে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য নলছিটি উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় সৌর সোলার সড়কবাতি। গত বছর কয়েক দফা টেন্ডারের মাধ্যমে এসব সোলাব বাতি বসানো হয়। কিন্তু বছর পেরুনোর আগেই পৌর এলাকার অধিকাংশ সোলার বাতি নষ্ট হয়ে গেছে। ফলে রাত হলেই সড়ক জুড়ে দেখা দেয় ঘুটঘুটে অন্ধকার।মানুষ এখন যে কোনো সময় নির্দ্বিধায় রাস্তা দিয়ে চলাচল করতে পারছে। রাস্তায় কমেছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও দুর্ঘটনা। আবার ল্যাম্পপোস্টের আলোয় ভ্রাম্যমাণ দোকান দিয়ে ব্যবসা করছেন অনেকে। বিদ্যুতের বিকল্প হিসেবে এর চাহিদা মেটাতে সোলার প্যানেল বা সৌর প্যানেল সরবরাহ করা হচ্ছে। মহেশপুর উপজেলার রাস্তাঘাট, হাটবাজারসহ জনগুরুত্বপূর্ণ স্থানে আলোকিতকরণ করা হয়েছে। এতে রাতে এসব এলাকায় মাদকসেবী ও ছিনতাইকারীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আমরা চাই, এগুলো দ্রুত মেরামত করে সচল করে দেওয়া হোক।
সরেজমিনে দেখা যায়, মহেশপুর উপজেলার ফেরিঘাট, বিজয়োল্লাস চত্বর, সড়কের বিভিন্ন স্থানের বাতি আলো দিচ্ছে না। যাতে এই স্থানে রাত হলেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। এতে বিপাকে পড়েন এই এলাকায় চলাচল করা পথচারী ও যানবাহন চালকরা। অভিযোগ রয়েছে, নিম্নমানের সামগ্রী দিয়ে এগুলো স্থাপন করায় দ্রুতই নষ্ট হয়ে যাচ্ছে এর বিভিন্ন সরঞ্জাম। সড়ক অন্ধকার থাকায় পথচারীরা হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন