ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান
মাত্র তিনমাসে সৃষ্টি হয়েছে বিশাল ড্রাগনের হাট। এ হাট থেকে প্রতিদিন প্রায় গড়ে বিক্রি হচ্ছে ৫ কোটি টাকার ড্রাগন। যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। হাটটি একেবারে গ্রাম অঞ্চলে হলেও যোগাযোগ ব্যবস্থা ভাল থাকাই খুব অল্প সময় হাটটি জমে উঠেছে। ড্রাগন ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন পাইকারী দরে ওই হাটে ড্রাগন কিনতে।এই ড্রাগন হাটটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামে। মহেশপুর পৌর শহর থেকে ৬ কিলোমিটার পূর্বে এবং কোটচাঁদপুর পৌর শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে কোটচাঁদপুর-পুড়াপাড়া সড়কে অবস্থিতঝিনাইদহের মহেশপুরের মাঠে মাঠে। ফলে সেখানকার চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন ড্রাগনের মাঠে। উপজেলার বেলেমাঠ বাজারে বসে ড্রাগন ফলের বাজার। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ড্রাগন চাষিরা বেলেমাঠ বাজারের আড়তে নিয়ে আসছেন তাদের ড্রাগন ফল বিক্রি করতে। প্রতিদিন এ বাজার চলে সকাল থেকে দুপুর পর্যন্ত। এ বাজারে দিনে ২ থেকে ৩ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি হয় বলে জানান ড্রাগন ফল ব্যবসায়ীরা। এতে চলতি মৌসুমে এবার মহেশপুর উপজেলায় ২শ কোটি টাকার ড্রাগন ফল বিক্রির আশা করছেন ড্রাগন চাষিরা।
ড্রাগন চাষিদের ভাষ্য মতে- মহেশপুর উপজেলার প্রতিটি গ্রামের মাঠে মাঠে বাড়ছে ড্রাগনের চাষ। লাভ বেশি হওয়ায় এলাকার কৃষকরা ড্রাগন চাষে বেশি ঝুঁকে পড়েছেন।