মঠবাড়িয়া পিরোজপুর:
মঠবাড়ীয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের নিজ ফুলজুরি কমিউনিটি ক্লিনিকে এখানে রুগির সংখ্যা প্রায় ৭৩ জন। প্রতিনিয়তই ঘরে এভাবে রোগী থাকে এটা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই অঞ্চলের আশেপাশে কোন বড় হসপিটাল নেই। এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রায় ১২ কিলোমিটার দূরত্বে অবস্থিত। রোগীদের একমাত্র ভরসা নিজফুলঝুড়ী কমিউনিটি ক্লিনিক।
এখানে চিকিৎসার মান খুবই ভালো এবং যথেষ্ট মেডিসিন সরবরাহ করা হয়। চিকিৎসক হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি অত্যন্ত উদারতার সাথে অত্যন্ত ভালো ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটা রোগের সেবা প্রদান করে থাকেন। রোগীদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানা গেছে তিনি আমাদের কথা শুনেন আমাদের যথেষ্ট মেডিসিন দিয়ে থাকেন। এবং তার ব্যবহার অত্যন্ত ভালো আমরা এলাকার রোগীরা সকলেই সন্তুষ্ট তিনি প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এখানে রোগী দেখেন। অত্র ক্লিনিক এর সভাপতি জনাব বাদল মেম্বার তার কাছ থেকে জানা গেল তিনি বলেন ক্লিনিকের সেবার মান অত্যন্ত ভালো সি এইচ সি পি মোঃ মমিন অত্যন্ত ভালো চিকিৎসা সেবা দিয়ে থাকেন তিনি সকলের সাথে ভালো ব্যবহার করেন ব্যবহারে আমরা খুশি । অবকাঠামো সমস্যার কারণে রোগীরা প্রতিনিয়ত ভয়ের ভিতর থাকে। বৃষ্টির সময় অনেক পানি ওঠে কোনখানে দাঁড়ানোর মত জায়গা থাকে না ক্লিনিকটা যদি সংস্কার করা হতো বা পূর্ণ নির্মাণ করা হতো তাহলে জনগণের আরো উপকার হতো। সুন্দরভাবে আরো স্বাচ্ছন্দে সেবা দিতে পারতেন। জনপ্রতিনিধি এবং ক্লিনিকের সভাপতি হিসেবে আমার একটাই দাবি যাতে করে উক্ত ক্লিনিক টি পুনঃনির্মাণ করা হয়। পাত্র ক্লিনিকের কর্তব্যরত সিএইচসিপি মোঃ মমিন বলেন আমাদের অত্র ক্লিনিকে অনেক রোগী আছে কিন্তু অবকাঠনও সমস্যার কারণে আমাদের চিকিৎসা তোরা দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সময় পানি পড়ে দেয়াল ভেঙ্গে পড়ে মাঝে মাঝে ছাদের কিছু অংশ ভেঙ্গে পড়ে তাই ভয় বিতির ভিতরে সেবা প্রদান করতে হয় আমাদের ক্লিনিকটা পূর্ণ নির্মাণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছে এলাকাবাসী