ভোলায় ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ আটক ০১

মোহাম্মদ শাহাবুদ্দীন ইসলাম জীবন

চরফ্যাশন উপজেলা প্রতিনিধি

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান,বিপিএম এর দিক নির্দেশনায় মোঃ শাহীন ফকির,বিপিএম অফিসার ইনচার্জ, ভোলা সদর মডলে থানার তত্ত্বাবধানে,ভোলা সদর মডেল থানাধীন চর সামাইয়া ইউনিয়ন হইতে ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি সহ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহীন ফকির,বিপিএম সহ অত্র থানার একটি চৌকস টিম।

অদ্য ১৯-০৯-২০২৩ খ্রিঃ তারিখ ১৫.০৫ ঘটিকায় অফিসার ইনচার্জ ভোলা সদর মডলে থানা, এসআই মোঃ মিজবা উদ্দিন, এসআই/মোঃ ইমাম হোসেন, এএসআই/মোঃ এমরান হোসেন, সঙ্গীয় কং/৯৯৪ মোঃ কামরুল হাসান, কং/৭৫৫ মোঃ হাসান খানসহ ভোলা সদর মডেল থানাধীন চর সামাইয়া ইউপির ০১ নং ওয়ার্ডস্থ চরকালি সাকিনে জনৈক রফিক ড্রাইভারের বসত ঘরের পেছনে হইতে ১। মোঃ সবুজ ওরফে জুয়েল মোল্লা (২৪), সাং-১১৭ নং ঘর আশ্রয়ণ প্রকল্প শান বান্ধা, ০২ নং বুড়ির ডাঙ্গা ইউনিয়ন, থানা-মংলা, জেলা-বাগেরহাটকে ১টি লোহার তৈরি পিস্তল ও ০৩ রাউন্ড গুলি এবং ধৃত আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে ০১ (এক) টি হালকা পেস্ট কালারের মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *