ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক

মোহাম্মদ শাহাবুদ্দীন ইসলাম জীবন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি

ভোলায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ দুই জলদস্যু আটক। সোমবার (২ই সেপ্টেম্বর) সকাল ১১ টায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের প্রেস ব্রিফিং এ তথ্য জানান মিডিয়া সেল কর্মকর্তা লেঃ কমান্ডার এইচ এম এম হারুন -উর-রশীদ।

প্রেস ব্রিফিং এ এই কর্মকর্তা জানান , ভোলা জেলার সদর উপজেলার বঙ্গের চর একটি সক্রিয় ডাকাত দল বিভিন্ন জেলেদের জিম্মি করে তাদের ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে কোস্ট গার্ড অবগত হয়। ভুক্তভোগী জেলেরা কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার ২ই সেপ্টেম্বর রাত ১টা হইতে সকাল ৮টা পযর্ন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইজ ভোলা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে। ভোলার মেঘনা নদীর বঙের চর এলাকায় বাহাদুর বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দলের আস্তানায় ঘন্টা ব্যাপি চিরনি অভিযান পরিচালনা করে বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর বাহাদুর (৪২) ও তার সহযোগী ইকবাল হোসেন (২৬) কে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড তাজা গোলা, ২০ টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগত ১ লক্ষ ১৫ হাজার ৭৫ টাকাসহ আটক করা হয়৷

আটককৃত ডাকাত আলী আজগর বাহাদুর ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে ও ইকবাল হোসেন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন চরমনষা গ্রামের আবুল কালামের ছেলে। পরে আটককৃত ডাকাত ও উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ ভোলা সদর মডেল থাকায় সোপর্দ করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *