ব্রাহ্মণবাড়িয়ায় ৪মণ গাজা সহ তিনজন আটক।

সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী। (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ গ্রামের বাসস্ট্যান্ড থেকে ৪মণ গাজা সহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

এসময় চোরাকারবারিরা ভাই ভাই ট্রান্সপোর্ট নামক এক কাভার ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মহিউদ্দিন সাহেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় তিনটি পাটের বস্তা ও নয়টি বড় ট্রলির ভেতরে রক্ষিত অবস্থায় ১৬০ কেজি গাজা উদ্ধার করা হয়। আটককৃতদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটককৃতদের একজন হলো কসবা দেলি গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র জিয়াউর রহমান জিয়া। দ্বিতীয়জন হলো আড়াইবাড়ি গ্রামের রাশেদ আলমের পুত্র শফিকুল ইসলাম। তৃতীয়জন হলো ফুলতলী গ্রামের আলমগীর মিয়ার পুত্র উজ্জ্বল মিয়া।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মহিউদ্দিন জানান,জেলা পুলিশ সুপার জনাব শাখাওয়াত হোসেনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় গাজার বড় একটি চালান আটক করতে আমরা সক্ষম হয়েছি।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স আইন ঘোষণা করেছেন। এ আইন বাস্তবায়নের লক্ষে আমরা সবমসময়ই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। তিনি আরও বলেন, আপনারা হয়তো জানেন, আমরা এ পর্যন্ত প্রায় ৬৫মণ গাজা উদ্ধার করেছি। প্রতিনিয়তই মাদক উদ্ধার ও নির্মূলের চেষ্টা করে যাচ্ছে কসবা থানা পুলিশ। সুতরাং মাদকের বিরুদ্ধে কসবা থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *