সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গরুর মাংসের বাজার মূল্য ৬৬৪টাকা ৩৯পয়সা নির্ধারণ করে দেওয়ায় দেশ জুড়ে চলছে ব্যবসায়ীদের মাঝে টান টান মনোভাব। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরস্থ আনন্দবাজার ও ফারুকী বাজার সহ আরও অনেক বাজারেই চলছে এ নিয়ে অপারগতা। তাই গত দুদিন যাবত মাংস বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।
ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া মাংস ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর অপারগতা পেশ করে মূল্য নির্ধারণে পূর্ণবিবেচনা করার জন্য স্মারক লিপি প্রদান করা হয়। এসময় স্মারক লিপি প্রদানের নেতৃত্বে ছিলেন জেলা মাংস ব্যবসায়ী মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আজিজুল হক সহ আরও অনেকেই।
ফারুক আহমেদ জানান, সরকারের বেঁধে দেওয়া দামে মাংস বিক্রি করলে ব্যবসায়ীদের অনেক লোকসান হবে। এ দরের চেয়ে তাদের খরচ আরও বেশি হয়। তাই ব্যবসায়ীরা মাংস বিক্রি বন্ধ রেখেছে।
এবং পূর্ণবিবেচনার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
এর জবাবে জেলা প্রশাসক মুহাম্মাদ হাবিবুর রহমান কঠোর হুশিয়ারী বার্তা দিয়ে বলেন, সরকার নির্ধারিত মূল্যে মাংস বিক্রি না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক বলেন, সরকার যৌক্তিক মূল্য নির্ধারণ করেছে। ব্যবসায়ীদের অসন্তোষের বিষয়ে তাদের সঙ্গে কথা বলে সমাধান করা হবে।