সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী। ( ব্রাহ্মণবাড়িয়া )
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ভোটার সংখ্যা বেড়েছে ৪লাখ ১৬ হাজার ৯শত ৬১জন। একাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার এই আসনগুলোতে ভোটকেন্দ্রর সংখ্যা ছিল ৭৩৩টি। এবার নতুন করে বেড়েছে ২২টি কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচন অফিস থেকে প্রকাশিত ছয়টি সংসদীয় আসনে খসড়া ভোট কেন্দ্রের তালিকা থেকে এই তথ্য জানা গেছে । প্রকাশিত ও খসড়ার তথ্য অনুযায়ী জেলার নয়টি উপজেলা নিয়ে গঠিত ৬টি নির্বাচনী এলাকায় ভোটার সংখ্যা ২৩ লক্ষ ৭০ হাজার ৭শত ১৪জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ১২ লক্ষ ৩১ হাজার ৮শত ৭৭ জন। নারী ভোটার হল ১১লক্ষ ৩৮ হাজার ৮২৯ জন । এর আগে বিগত নির্বাচনে এই এলাকায় ভোটার সংখ্যা ছিলো ১৯ লক্ষ ৫৩ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লক্ষ ৮৭ হাজার ৮শত ৫জন। নারী ভোটার ছিল ৯লক্ষ ৬৫ হাজার ৮শত ৪৫ জন। নতুন খসড়া তালিকায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫৫টি। নির্বাচন কার্যালয় থেকে জানায় প্রকাশিত খসড়া তালিকার উপর দাবি আপত্তি নেয়ার শেষ সময় আগামী ৩১শে আগস্ট। দাবি আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ই সেপ্টেম্বর এবং ১৭ই সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।