মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে চৌমুহনী ইউনিয়নের আরিছপুর এলাকায় রাতের আধাঁরে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়নের আরিছপুর গ্রামের মৃত আবু ছায়েদ এর পুত্র মো: শফিক মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের কাদির মাষ্টারের ছেলে হাসান মিয়ার নেতৃত্বে আরিছপুর নামক স্থানে অবৈধ ভেকু মেশিন দিয়ে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছে। এতে করে প্রতিদিন রাতে আধাঁরে বড়বড় ট্রাক্টর ব্যবহার করায় মসজিদ ও এলজিআরডির রাস্তা ধ্বংসের দ্বারপ্রান্তে।
এ ঘটনার সত্যতা যাচাই করতে সরজমিনে গেলে দেখা যায়, হাসান মিয়ার নেতৃত্বে মাটি কেটে ফসলি জমিতে বসত বাড়ি বানানো ও বিজয়নগর উপজেলায় মাটি পাচার করছে।
জানতে চাইলে অভিযুক্ত হাসান মিয়া প্রতিবেদককে বলেন, হবিগঞ্জ -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের অনুমতিতেই ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে। হাসান মিয়ার বক্তব্যের সত্যতা কতটুকু জানতে চাইলে তিনি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একাডেমীর ম্যানেজার সম্রাট আহমেদকে মুঠো ফোনে কল দিয়ে প্রতিবেদকের সামনেই কথা বলেন, তখন সম্রাট আহমেদ খেলার মাঠ ভরাটের জন্য এম,পি সাহেব অনুমতি দিয়েছেন বলে জানায়, মাঠ ভরাটের নামে ফসলি জমিতে মাটি ভরাট ও বিক্রয় কতটুকু যৌক্তিক জানতে চাইলে সম্রাট কোন সদুত্তর দিতে পারেনি।
অভিযোগ সম্পর্কে জানতে উপজেলার সহকারী কমিশনার ভুমি রাহাত বিন কুতুব বলেন,ইউ এন ও স্যার ছুটিতে থাকাকালীন সময়ে অভিযোগ পেয়ে আমি তহসিলদার কে পাঠিয়েছি, আপাতত মাটি উত্তোলন বন্ধ আছে। এম পি সাহেবের অনুরোধে মাটি উত্তোলন কতটুকু যৌক্তিক তা ইউ এন ও স্যার সিদ্ধান্ত নিবেন।
এ ব্যাপারে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ,কে,এম,ফয়সাল বলেন,এ বিষয় টি নিয়ে আমি এম,পি মহোদয়ের সাথে কথা বলে ব্যবস্থা নিব।