মোঃ আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ)প্রতিনিধি :
বেলকুচিতে উপজেলা জনপ্রতিনিধি সরকারি কর্মকর্তাবৃন্দ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সাথে মতবিনিময় করেন ডিসি।
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। তার শুভ আগমনে উপজেলা প্রশাসনের আয়োজনে তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় তিনি মতবিনিময় কালে সরকারি উন্নয়ন মুলক কাজের বিষয়ে আলোচনা করেন সেই সাথে ঢাকার বাহিরে অনেক এলাকায় ডেংগু মশার প্রভাব বিস্তার করছে এবিষয়ে সকলকে সচেতন থাকতে হবে এমনকি ঘুমানোর পূর্বে দিন বা রাতে সার্বক্ষণিক মশারী টানিয়ে ঘুমানোর পরামর্শ দেন। জনপ্রতিনিধির পক্ষ থেকে বাল্য বিবাহ নোটারী পাবলিক বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান নোটারী পাবলিক এটা কোন বিয়ে নয়, এটা শুধু স্বীকারোক্তি নামায় স্বাক্ষর তাছাড়া কিছু নয়। বাল্য বিবাহের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে মামলা দিয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে বেলকুচি উপজেলা হলরুমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম সাজেদুল, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রামানিক, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, নির্বাচন কর্মকর্তা রায়হান কুদ্দুস, মহিলা বিষয়ক কর্ম কর্তা হাসনাত জাহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক ও বিভিন্ন শেণী পেশার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।