মাসুদ সিকদার (রাজাপুরে প্রতিনিধি) :
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান কালে দুই জেলেকে ৫০০ মিটার জাল সহ আটক করেছে রাজাপুর উপজেলা প্রশাসন।
আজ ২৮শে অক্টোবর শনিবার সকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৩ এ জনাব ফারহানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজাপুর, ঝালকাঠি এর নেতৃত্বে বিষখালী নদীতে মোবাইল কোর্ট অভিযানে আমানুল্লাহ ওরফে সারোয়ার (২০), পিতা: মোঃ কাদের হাওলাদার ও সজীব(২৬) পিতাঃ মৌজে আলী,উভয় সাং- বৈশাখীয়া,হদুয়া,নলছিটি থেকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ৫০০ মিটার জাল বাদুরতলা খেয়াঘাটে জনসম্মূখে পুড়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার কাজে আরো উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলার মেরিন ফিশারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসান ও দুই আনসার সদস্য । আগামী ০২ নবেম্বর পর্যন্ত চলবে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩।