বাঘাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ শামিম উদ্দিন – বাঘাইছড়ি প্রতিনিধি

১৪/১২/২০২৩
আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস । ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডাঃ ফখরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *