মোঃ শামিম উদ্দিন- বাঘাইছড়ি
২/১০/২০২৩
বিরামহীন গতিতে চলছে সীমান্ত সড়কের কাজ। বাঘাইছড়ি উপজেলার আর্যপুর থেকে সীমান্তবর্তী মাঝিপাড়া পর্যন্ত ১৫ কিলোমিটার নতুন সীমান্ত সড়ক তৈরি করছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন। মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়নের জোয়ার পৌঁছে দেয়ার পরিকল্পনার একটি বড় অংশ হিসেবে তৈরি হচ্ছে এই সীমান্ত সড়ক।উপজেলার গুরুত্বপূর্ণ এই সীমান্ত সড়কের কাজ টি সম্পূর্ণ হলে কচুছড়ি, নবছড়া, হালিমপুর, মাঝি পাড়াসহ ৮ থেকে ১০টি এলাকা উপজেলার মূল ভুখণ্ডের সাথে যুক্ত হবে। এসব এলাকার উৎপাদিত কৃষি পণ্য অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারবে উপজেলা সদরে। শিক্ষা ও চিকিৎসা খাতে ও হবে ব্যাপক উন্নতি সাধন।পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা জোরদার করতে এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে এই সীমান্ত সড়কের গুরুত্ব হবে অপরিসীম। বর্তমানে সীমান্ত সড়ক নির্মাণে সেনাবাহিনী নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে নির্মান কাজ করে যাচ্ছে ।