মোঃ শামিম উদ্দিন ( বাঘাইছড়ি) প্রতিনিধি
৫/৯/২০২৪
বাঘাইছড়িতে সৃষ্টি বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গতো দুই দিন দৃশ্যমান পানি কমতে দেখা যায়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ধীরে ধীরে কমতে শুরু করেছে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা পানির লেভেল। কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি জলকপাট দিয়ে পানি ছাড়া কারনে বন্যার জমে থাকা পানি কমতে শুরু করে।
এবারে বন্যায় বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর পানি বাড়ায় উপজেলা নিন্মাঞ্চল গুলো পাঁচ বার প্লাবিত হয়। এতে উপজেলার সদর, বারোবিন্দু ঘাট, মাষ্টার পাড়া, লাইন্যাঘোনা, এফ ব্লক, পশ্চিম মুসলিম ব্লক, রুপকারী, পুরাতন মারিশ্যা, খেদারমারা গ্রামসহ বাঘাইছড়ি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মানুষ বন্যায় প্লাবিত হয়। বন্যার কারনে এবার বাঘাইছড়ি তে ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ফসলী জমির পাশাপাশি এসব এলাকার রাস্তা-ঘাটের ও ব্যাপক ক্ষতি হয়েছে। পানি কমতে শুরু হওয়ায় উপজেলায় ফসলী জমিসহ রাস্তা-ঘাটের সর্বত্র ক্ষতের চিত্র এখন দৃশ্যমান।