মোঃ রেজাউল করিম
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলার খোঁজ খবর নিতে ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী নেতা,নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ)।
সোমবার(২৩শে অক্টোবর-২৩)সারাদিন ব্যাপী বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর সর্বজনীন হরিজন দূর্গা মন্দির,বাজার মন্দির,নন্দীকুজা সূত্রধর পাড়া পূজা মন্ডব, ও চিমনাপুর দাসপাড়া পূজা মন্ডব সহ বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন এই নেতা।
প্রতিটি পূজা মন্দির পরিদর্শনে পৌছালে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মন্দিরের আশেপাশের আম-জনতারা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় লেঃ কর্ণেল রমজান আলী সরকার(অবঃ),এর সফর সঙ্গী হিসেবে ছিলেন,বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবাব আলী(নবু),পাকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম মিলন,নাটোর কৃষক লীগের সংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন টিটু,দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামীলেগর সিনিয়র সহ সভাপতি আনিসুর রহমান, বঙ্গবন্ধু প্রবীণ জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য লিটন মন্ডল, লালপুর ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি আতিকুর রহমান, লালপুর ইউনিয়ন যুবলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল কাদের পল্টু,২ নং ঈশ্বরদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লালপুর উপজেল ছাত্রলীগের সাবেক সদস্য গোলাম রব্বানী, দুড়দুড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য রনি মন্ডল সহ বিভিন্ন তৃনমূল পর্যায়ে
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিটি পূজা মন্ডব পরিদর্শন কালে তিনি আম-জনতার নিকট গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং পুনরায় তাকে প্রধানমন্ত্রী করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন