বদলগাছীতে বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ নারীকে জয়িতা সম্মননা প্রদান

মোঃ সারোয়ার হোসেন অপু

স্টাফ রিপোর্টারঃ

বদলগাছীতে বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ নারীকে জয়িতা সম্মননা প্রদান করা হয়।

জানা যায়, ৯ ডিসেম্বর শনিবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারীর জন্য বিনিয়োগ সংহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে ও বেগম রোকেয়া দিবস উদযাপন ও ৫ নারীকে জয়িতা সম্মননা প্রদান করা হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসন বদলগাছীর সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ আতিয়া খাতুন এ-র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনে সাব্বির আহম্মেদের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, বদলগাছী উপজেলা দূর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও বদলগাছী পাইলট হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম চৌধুরী, সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুর রউফ, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ডিএম এনামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বদলগাছী মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে ২০২৩-২০২৪ অর্থ বছরে ৫ ক্যাটাগরিতে ৫ জন জযিতা নারীকে সম্মননা প্রদান করা হয়। ৫ জন জয়িতা নারীরা হলেন -অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী- সখিনা সিদ্দিক স্বামী- আবু বকর সিদ্দিক সাং- গয়ড়া ডাক- কোলাহাট বদলগাছী, নওগাঁ। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছাঃ বিপাশা বেগম পিতা- মোঃ আলম হোসেন সাং- কেশাইল ডাক- ভান্ডারপুরহাট বদলগাছী, নওগাঁ।
সফল জননী নারী- মোসাঃ লায়লা আকতার স্বামী- আব্দুর রহমান সাং-চাপাইনগর ডাক-জাবারীপুরহাট,বদলগাছী, নওগাঁ।
নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যম জীবন শুরু করেছেন- যে তিনি হলেন মোছাঃ অনামিকা আক্তার পিতা- মোঃ এনামুল হক সাং- মালাঞ্চা ডাক- পাহাড়পুর বদলগাছী, নওগাঁ।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তিনি হলেন – জগবতী রানী (টপ্য) স্বামী- জ্যোতিন্দ্রনাথ তির্কী সাং- লক্ষীপুর ডাক-জাবারীপুরহাট বদলগাছী, নওগাঁ।
পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ আতিয়া খাতুন
এ-র সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *