বদলগাছীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত। 

মোঃ সারোয়ার হোসেন অপু

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় জন্ম,ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে নওগাঁর বদল গাছীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় জাতীয় এই দিবসটি উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে একটি র‍্যালি বদলগাছী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা ও ৮ ইউনিয়নের কয়েকজন চেয়ারম্যান এবং নিবন্ধন কাজে জড়িত উদ্যোক্তা গন উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন।

তাঁরা নিবন্ধনের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন এবং তাঁর কিছু সমাধানের নিমিত্তে  প্রস্তাব রাখেন।

আলোচনা সভায় উপস্থিত থেকে যারা বক্তব্য রেখে সভা কে  সফল করেছেন তাঁরা হলেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক স্বাধীন দেশ নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক আবু রায়হান লিটন, বদলগাছী সদর ইউপি উদ্দোক্তা আবু তাহের (সিপার), সহকারী পিয়াংকা রানী, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা অফিসার সুবাস আচার্জ্য, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান হাসান  সহ আরও অনেকে।

উক্ত আলোচনা সভায় বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু রায়হান লিটনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সূর্যোদয়ের নওগাঁ জেলা প্রতিনিধি মুজাহিদ হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার নওগাঁ জেলা  প্রতিনিধি সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু, প্রচার সম্পাদক ও দৈনিক সকালের শিরোনামের বদলগাছী উপজেলা প্রতিনিধি আশিক হোসেন, নির্বাহী সদস্য ও দৈনিক যায়যায় বেলার বদলগাছী উপজেলা প্রতিনিধি মোঃ রবিউল আউয়াল,  সদস্য ও দৈনিক দেশপ্রতিদিনের স্টাফ রিপোর্টার মোঃ সাদেকুল ইসলাম (উজ্জ্বল),  সদস্য ও দৈনিক বসুন্ধরার বদলগাছী উপজেলা প্রতিনিধি উজ্জ্বল নূর সহ প্রমুখ সাংবাদিক বৃন্দ।

পরিশেষে সভার সভাপতি নিবন্ধনের বিষয়টি আরো সহজ করার লক্ষ্যে সঠিক নিয়ম কানুন জানা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মাঝে প্রচার প্রচারণার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *