বদলগাছিতে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ

সুবাস চন্দ্র, জেলা প্রতিনিধি নওগাঁ:

বদলগাছিতে আসন্ন দূর্গাপূজা২০২৩ইং উপলক্ষে বিভিন্ন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ১৮সেপ্টেম্বর ২০২৩ইং সোমবার বিকাল চারটায় বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) এর কার্যালয়ে। আসন্ন দূর্গাপূজা ২০২৩ইং উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা করেন বদল গাছি থানার অফিসার ইনচার্জ ওসি মুহা: আতিয়ার রহমান। উল্লেখ্য এবছর বদলগাছি উপজেলার ০৮টি ইউনিয়নের ১০৬ টি স্থানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

মত বিনিময় সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বদলগাছি থানার অফিসার ইনচার্জ ওসি মুহা: আতিয়ার রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির বদলগাছি উপজেলা শাখার সভাপতি দেশ প্রধান দেশ মুখ্য ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বদলগাছি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক । এছাড়াও বক্তব্য রাখেন আলোচনা সভার প্রধান অতিথি জনাব জয়ব্রত পাল অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল নওগাঁ । তিনি বলেন প্রতিটি মন্দিরে দিকনির্দেশনা মেনে সঠিকভাবে পূজা পরিচালনা করবেন, কোন প্রকার মাদক সেবনকারী কে মন্দিরে প্রবেশ করতে দেবেন না। তিনি আরো বলেন প্রতিটি মন্দিরে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার জন্য আমরা আপনাদের সার্বিক সহযোগিতা করব।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বদলগাছি উপজেলা শাখার সভাপতি দেবপ্রসাদ দেশ মুখ্য, সাধারণ সম্পাদক বাসুদেব সাহা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বদলগাছি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন বদলগাছি থানার অফিসার ইনচার্জ মুহাঃ আতিয়ার রহমান, তদন্ত অফিসার মেহেদী মাসুদ , উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব জয়ব্রত পাল ।এ সময়ে আরো উপস্থিত ছিলেন বদলগাছি উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *