ফায়ার সার্ভিস কর্মকর্তা ছালেহ উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ফায়ার সার্ভিস কর্মকর্তা ছালেহ উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

বিশেষ প্রতিনিধি :
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীকে স্মার্ট ও আধুনিক কর্মদক্ষ এবং জরুরী সেবায় পারদর্শী বাহিনী তৈরিতে আমরা কাজ করছি বলে উল্লেখ করেন, ঢাকা বিভাগীয় উপ- পরিচালক মোঃ ছালেহ উদ্দিন।

তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের একটি অংশ হিসাবে দেশের সবচেয়ে রেইসকিউ বাহিনী হিসেবে পরিচিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকে যুগোপযোগী করতে, প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্যেগ গ্রহণ করেছে সরকার। আমরাও মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী,সচির এবং মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্টপোষকতায় অচিরেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একটি স্মার্ট ও আধুনিক জরুরি সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দূর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায়, আমাদের এ প্রতিষ্ঠান দূর্ণীতি মুক্ত একটি সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের একাধিক সদস্যরা বলেন, আমাদের ঢাকা বিভাগীয় উপ- পরিচালক মোঃ ছালেহ উদ্দিন স্যার অত্যান্ত ভালো মনের মানুষ। তিনি সরকারি সকল দিক- নির্দশনা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন। চাকুরী জীবনে তিনি দক্ষতা, পারদর্শিতা ও বিচক্ষণতায় অনেক সুনাম অর্জনের পাশাপাশি পদোন্নতিও পেয়েছেন। এ কারনে একটি কুচক্রীমহলের গাত্রদাহের সৃষ্টি হয়েছে। ওই ষড়যন্ত্রকারী কুচক্রী মহলটি নিজেদের স্বীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে উপ- পরিচালক মোঃ ছালেহ উদ্দিনের চাকুরীর সুনাম ক্ষুন্ন করতে তাকে জড়িয়ে মনগড়া গল্প সাজিয়ে, তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। তাকেনঘুষখোর – দূর্নীতিবাজ আখ্যায়িত করার অপচেষ্টা করছে। যাহার সাথে সত্যের লেশমাত্র নেই। তিনি কোনো দল বা মতের চেয়ে নিজের চাকুরীর দ্বায়িত্ব পালনে বিশ্বাসী। আসলে ওই কুচক্রী মহলটি নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে এই বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। আমরা এ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্যঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (বাংলাদেশ দমকল বাহিনী ও বেসামরিক প্রতিরক্ষা) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ একটি জরুরি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল কার্যক্রম জনগণের সেবায় নিবেদিত। প্রথম সাড়া প্রদানকারী সংস্থা হিসেবে এ বিভাগের কর্মীরা অগ্নি নির্বাপণ, অগ্নি প্রতিরোধ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও দেশী-বিদেশী ভিআইপিদের অগ্নি নিরাপত্তা প্রদান করে থাকে।

উদ্ধার তৎপরতা পরিচালনাকারী সংস্থা হিসেবে সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনার উদ্ধারকার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *