ঝিনাইদহ প্রতিনিধি- মোঃ অমিদ হাসান
ভোটরা উপস্থিতিটা কার জন্যম প্রার্থীর জন্য । তাই প্রার্থীর দায়িত্ব ভোটার উপস্থিতি করানো, আমাদের খুশি-অখুশির বিষয় না । একটা হচ্ছে লিগ্যালিটি আরেকটা হচ্ছে লেজিটিমিসি । অল্প ভোটেও লিগ্যাল একজন এমপি হবে । পারসেপশনে গ্রহণযোগ্য নাও হতে পারে তবে আইনগত ক্ষেত্রে কোন বাধা নেই বলে সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবিব খান ।তিনি আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৫ জেলা (ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর) নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তাগণ ডিসি, এসপি, নির্বাচন কর্মকর্তা, ইউএনও, ওসিসহ সকলের সাথে মতবিনিময় করেন । নির্বাচনী ও আইনশৃঙ্খলা পরিবেশ নিয়েই মূলত এ বৈঠকে তিনি বিভিন্ন দিকনির্দেশা দেন । ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।নির্বাচন কমিশনার আরো সাংবাদিকদের আরো বলেন, আমরা সবাইকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করেছি । অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন । আর যারা দেননি তাদেরকে আমরা আনুষ্ঠানিকতা বাদেও অনানুষ্ঠানিকভাবেও আলোচনার আহবান জানিয়েছি । আমরা বারবার বলেছি, আসুন কথা বলি ।তিনি আরো জানান, যারাই আমাদের কাছে এসেছে যেমন, ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, এ্যামবাসেডর হোক তাদেরকে আমরা প্রশ্ন করেছি যে আমরা যে ২১ মাসে ১৩শ নির্বাচন করেছি আপনাদের অবজারভেশন কি তাদের কোন অবজারভেশন নাই । আরো কি করলে ভালো হয় তাও তারা কোন কথা বলে না । তারা জানে যে, আমরা সাংবিধানিক পদে আছি। সংবিধানের সুরক্ষায় নির্বাচন করাটা জরুরি ।
সর্বোশেষ তিনি বলেন, নির্বাচনে কেন্দ্রর বাইরের পরিবেশ কেমন হবে সেব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে আমরা বসে সিদ্দান্ত নেব যে ভোটারদের আসা-যাওয়া রুটগুলো কিভাবে সুরক্ষিত করা যায় ।