প্রতিমন্ত্রীর সভায় নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা খোরশেদ

নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর উন্নয়ন সভায় দেওয়া বক্তব্যে নৌকায় ভোট চেয়েছেন বিএনপি নেতা মীর খোরশেদ আলম।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপি নেতারা বলছেন, যখন বিএনপি সরকার হটানোর লক্ষ্যে মাঠে প্রাণপণ লড়াই করে যাচ্ছে, সেই মুহূর্তে ইউনিয়নের একজন সভাপতি দায়িত্বশীল পদে থেকে নৌকায় ভোট চাওয়াটা হতাশজনক।
গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ৪নং আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর-হালুয়াপাড়া রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ ৪ মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর খোরশেদ আলম। বক্তব্যে মীর খোরশেদ আলম চেয়ারম্যান বিমান প্রতিমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।তিনি এলাকার ব্যাপক উন্নয়নের তুলে ধরে উপস্থিত এলাকাবাসীর কাছে নৌকায় ভোট দেওয়া আহ্বান জানান।
খোরশেদের বক্তব্যের একটি ভিডিও সাংবাদিক মোঃ নাহিদ মিয়া ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে এই তথ্য প্রকাশ্যে আসে। এতে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

আদাঐর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার আলী বলেন, খোরশেদ চেয়ারম্যানের কাজটা খুবই জঘন্য করেছে। তার নিজের দুর্নীতি ঢাকতে আওয়ামী লীগের নেতাদের ওপর সওয়ার হয়েছে। তিনি আরো বলেন’ উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ শাহজাহানকে বিষয়টা জানানো হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধে জানিয়েছি।
পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান, একজন মন্ত্রীর উন্নয়ন সভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান যেতে পারেন। এতে দোষের কিছু নেই। বিএনপির দায়িত্বশীল পদে থেকে নৌকার জন্য ভোট চাওয়াটা সঠিক হয়নি।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু জানান, তিনি মে কাজটি করেছেন এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থি। দলের নেতাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে।
উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম জানান, উন্নয়ন কার্যক্রমের ব্যাপারে চেয়ারম্যান সত্য বলেছেন। বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে এটি অন্যায় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *