পুলিশি কাজে বাঁধাসহ ৩ মামলা মঠবাড়িয়ায় বিদেশী দুটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার \ গ্রেপ্তার—১১

মোঃ আসাদুজ্জামান মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশি কাজে বাঁধা দেয়ার মামলায় ১২ জন আসামীকে গ্রেপ্তার করেছে। এসময় দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাকজিন ও ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আসামীরা হলো— উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের মৃত. চানমিয়া মাঝির ছেলে সোহেল ওরফে ফল সোহেল (২৭), বহেরা তলা গ্রামের নূর আলম মাতুব্বরের ছেলে এনামুল হক রনি (২৮), দক্ষিণ মিঠাখালী গ্রামের মোঃ কামাল সরদারের ছেলে হাসান সরদার (২৯), চিত্রা পাতাকাটা গ্রামের আব্দুল মজিদ হাওলাদারের ছেলে আখতারুজ্জামান নিজাম (৩৪), মঠবাড়িয়া গ্রামের আঃ হক হাওলাদারের ছেলে রিয়াজ (২১), বকসির ঘটিচোরা গ্রামের মজিদ খানের ছেলে বেল্লাল খান (৩৮), উত্তর মিঠাখালী গ্রামের ফুল মিয়া বেপারীর ছেলে লাবু বেপারী (২৪), মিরুখালী রোডস্থ আব্দুর রহিম খানের ছেলে স্বাধীন খান (১৬), জানখালী গ্রামের মৃত. তোতাম্বর আলী আকনের ছেলে সাবেক ইউপি সদস্য মোঃ বেলায়েত আকন (৫৫), মৃত আজিজুর রহমান গোলদারের ছেলে মোঃ রেদোয়ান গোলদার (৪২), পৌরসভার নূর মোহাম্মদের ছেলে মিলন (৩২)।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া) সার্কেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, ফল সোহেলের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলায় সোহেলকে গত ৬ নভেম্বর সন্ধায় পুলিশ গ্রেপ্তার করে। এসময় ৪০—৫০ জনের একটি কিশোর গ্যাং পুলিশের হাত থেকে সোহেলকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় থানার সেকেন্ড অফিসার আঃ কুদ্দস বাদি হয়ে পুলিশি কাজে বাঁধা দেয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় থানা ও ডিবি পুলিশ মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কিশোরগ্যাং এর মাস্টার মাইন্ড ফল সোহেলকে ১টি বিদেশী পিস্তল ১ টি ম্যাকজিন ও ৪ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মতে তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামে রোদোয়ান গোলদারের বাড়িতে অভিযান চালিয়ে রেদোয়ান গোলদারকে ১টি বিদেশী পিস্তল ১ টি ম্যাকজিন ও ৮ রাউন্ড গুলি, ২টি ধারালো অস্ত্র সহ গ্রেপ্তার করে। পরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য আসামীদের গ্রেপ্তার করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মঠবাড়িয়া থানায় পৃথক ৩ টি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে প্রেরন করা হয়েছে। ফল সোহেলের বিরুদ্ধে ডিবি ওসি হত্যা চেষ্টা মামলা সহ ১৮ মামলা রয়েছে। তিনি আরও বলেন অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তদন্তের স্বার্থে তিনি অন্য আসামীদের নাম বলতে রাজি হননি।

মো. আসাদুজ্জামান খান
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
০১৭১১—৪৮৭৯৩৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *