বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে সকাল ১০:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা থেকে ৪১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগনের সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ. কে. এম. ওহিদুন্নবী সহ কুড়িগ্রাম জেলায় পিএসসি কর্তৃক সুপারিশকৃত ৪১তম বিসিএস এর প্রার্থীবৃন্দ।উক্ত সভার শুরুতেই নবাগত বিসিএস কর্মকর্তাদের জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষথেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জনানো হয়।
পুলিশ সুপার কুড়িগ্রাম পিএসসি কতৃক সুপারিশ প্রাপ্তদের অধ্যাবসায়, পরিশ্রম ও পিতা মাতার অবদানের বিষয়গুলি শোনেন এবং সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ‘স্মার্ট বাংলাদেশ ২০৪১’ রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন। এছাড়াও পিএসসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত ৪১তম বিসিএস এর সকল সদস্যদের হাতে জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষথেকে মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ বইটি উপহার হিসেবে তুলে দেন পুলিশ সুপার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।