পলাশবাড়ী প্রতিনিধি,মোঃরাসেল মাহমুদ,
পলাশবাড়ীর ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বেলেরঘাট রোডের দীঘলকান্দী (পূর্বপাড়া) নামক স্থান হতে সরকারি বিধিনিষে অমান্য করে দুটি ইউক্লেপটার্স গাছ যাহার মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা কর্তন করেছেন একজন প্রভাবশালী ব্যাক্তি।
সরেজমিনে, স্থানীয় সূত্রে জানা যায় যায় ১৭ তারিখ মঙ্গলবার দীঘলকান্দী (পূর্বপাড়া) গ্রামের মৃত্য আকবর আলীর ছেলে মোকছেদ আলী( ৬০) আইনিতোয়াক্কা না করে রাস্তা সংলগ্ন পুকুর পাড়ের গাছগুলো কর্তন করে। এব্যাপে তার কাছে জানতে চাইলে সাংবাদিকদের জানান আমার জমি আমার গাছ আমি চেয়ারম্যান এবং মেম্বারের সাথে কথা বলেই কর্তন করেছি এবং বাকি গাছগুলো ও কর্তন করবো!এতে কেউ বাধা দিতে আসলে তাকে দেখে নেবো বলে হুমকি ধামকি প্রদান করেন।
এব্যাপারে ঐ ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম সাংবাদিকদের জানান আমাকে বিষয় টা অবগত করা হয়েছে কিন্তু আমি কোনো অনুমতি দেইনি!
ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মুঠোফোনে সাংবাদিকদের জানান গাছ কর্তনের বিষয় আমাকে কেউ অবগত করেনি! ঘটনার সত্যতা পেলে আমি অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
এ ব্যাপারে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রণজিৎ কুমার জানান,বেআইনিভাবে সরকারি রাস্তার গাছ কর্তন করা সম্পুর্ণ অপরাধ! আমি সরেজমিনে পরিদর্শন করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সাংবাদিকদের জানান, আমি বিষয় ক্ষতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।
উল্লেখ্য,রাস্তা সংলগ্ন পুকুর হওয়ায় পাড়ের গাছগুলো কর্তন করা হলে রাস্তাটি যেকোনো মূহুর্তে ধসে যাবে এবং যাতায়াতের জন্য ইউনিয়নবাসীকে বড়ো ধরনের দুর্ভোগ পোহাতে হবে বলে অভিযোগ এলাকাবাসীর। সেইসাথে স্থানীয়রা গাছগুলো না কর্তনের জন্য রাজনৈতিক, জনপ্রতিনিধি এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।