পলাশবাড়ী প্রতিনিধি,মোঃরাসেল মাহামুদ,
২৩,১০,২০২৩
পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মঞ্জুর কাদির মুকুল,সিরাজুল ইসলাম রতন, আল কাদেরিয়া কিবরিয়া সবুজসহ ১০ জনের বিরুদ্ধে রংপুর সাইবার আদালতে মামলা দায়ের প্রতিবাদে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ অক্টোবর সোমবার সকালে পৌর শহরের চৌমাথা মোড়ে পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু এর সভাপতিত্বে ও রিপোর্টার্স ইউনিটি সভাপতি আশরাফুল ইসলামের আহবানে এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মঞ্জুর কাদির মুকুল,পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,প্রেসক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি ফেরদাউস মিয়া, সাইদুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, রিপোর্টার্স ইউনিটির সহ সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি নুরুল ইসলাম,মুশফিকুর রহমান মিল্টন,সাবেক সহ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সাবেক সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি মতিন মোহাম্মাদ,স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফাইর্টাস এর সভাপতি আব্দুস সালাম মাসুদ,সাধারণ সম্পাদক নাইমসহ অন্যান্যরা। এসময় পলাশবাড়ী প্রেসক্লাব,প্রেসক্লাব পলাশবাড়ী ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের গুলোর প্রতিনিধগণ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ মানববন্ধনের সঞ্চালনায় করেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ। এতে বক্তারা , অবিলম্বে সিনিয়র সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত উক্ত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।
উল্লেখ্য, নারী ঘটিত সংবাদ প্রকাশের জের ধরে নিউ লাইফ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী আবু জাহিদ নিউ এর তথাকথিত এ্যাসিসটেন্ট ফাতেমা বেগম কর্তৃক পলাশবাড়ীর সিনিয়র সাংবাদিক মনজুর কাদির মুকুল, সিরাজুল ইসলাম রতন ও আল কাদরী কিবরিয়া সবুজসহ ১০ জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়েরের প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।