পলাশবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭ শত ৩৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ৩৫

পলাশবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭ শত ৩৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ৩৫

মোঃ রাসেল মাহামুদ পলাশবাড়ী প্রতিনিধি,

সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে ১৫ ফেব্রুয়ারী রবিবার এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ন ও কঠোর নিরাপত্তা পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় পৃথক ৭টি কেন্দ্রের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৭শ’ ৭১ জন। প্রথম দিনের পরীক্ষায় অনপুস্থিত ছিলেন ৩৫ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৭ শত ৩৬ জন শিক্ষার্থী। পলাশবাড়ীসহ জেলার পরীক্ষা নিয়ে নানা প্রশ্নে অভিযুক্ত কেন্দ্র গুলোতে কঠোর অবস্থান গ্রহন করায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় বহিস্কার কোন খবর পাওয়া যায়নি।

প্রথম দিনের পরীক্ষা চলাকালে গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা শিক্ষা অফিসার রোকসানা বেগম , উপজলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মাহমাদুল হাসান, থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএইচএম নকিবুল হাসান,ইন্সেট্রাক্টর সোহেল রানা সহ সংশ্লিষ্ট কেন্দ্র ও উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *