নোবিপ্রবির নতুন গ্রন্থাগারিক সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা

মোঃ আরাফাত হোসেন তানিম।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর নোবিপ্রবির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজীদ হোছাইন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আপনার এই দায়িত্ব যোগদানের তারিখ হতে কার্যকর হবে; নিজ কাজের অতিরিক্ত হিসেবে এটি বিবেচিত হবে; বিধি মোতাবেক আপনি নির্ধারিত ভাতা ও সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন; পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

নতুন দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি জানিয়ে উম্মে হাবিবা বলেন, আমি গ্রন্থাগারটিকে জ্ঞান এবং উদ্ভাবনের একটি প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তর করতে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রন্থাগারগুলি একাডেমিক প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র, গবেষণা শেখার এবং বুদ্ধিবৃত্তিক বৃদ্ধিতে সহায়তা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দৃষ্টিভঙ্গির কথা মাথায় রেখে আমি রিসোর্স অ্যাক্সেস উন্নত করতে ছাত্র, অনুষদ এবং গবেষকদের জন্য একইভাবে একটি অন্তর্ভুক্তিমূলক, ব্যবহারবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আধুনিক পদ্ধতি চালু করার পরিকল্পনা করছি। আমার লক্ষ্য হবে ডিজিটাল পরিষেবা সম্প্রসারণ ও বিভিন্ন নতুন রিসোর্স দিয়ে সংগ্রহকে সমৃদ্ধ করা এবং কর্মশালা, প্রশিক্ষণ সেশন সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে শেখার সংস্কৃতি গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *