রিংকু রায় (নেত্রকোণা) মোহনগঞ্জ :
মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা- ৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি সাজ্জাদুল হাসানের বিরামহীন প্রচারণায় সরগরম হাওরের জনপদ। নানা রঙে, নানা ঢঙে এবং বৈচিত্রময় নৌকার প্রচারণা ভোটারদের নজর কেড়েছে। উপজেলা সদরসহ গ্রামীণ জনপদের এ প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত নৌকার পোস্টারে ছেঁয়ে গেছে। নৌকার প্রার্থী সাজ্জাদুল হাসান এমপি নিজেই হ্যান্ডবিল হাতে নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে হাঁটছেন। ইতিমধ্যে হাওরের জনপদের ওই তিন উপজেলা জুড়ে পোস্টার, মাইকিং, মিছিল, গণসংযোগ, জনসভা সহ জারি গানের সুরে আঞ্চলিক গানের মাধ্যমে এক ব্যতিক্রমি প্রচারণায় ভোট উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। অন্যান্য দলের বাকী ৩ প্রার্থীর এখন পর্যন্ত কোন ধরনের প্রচার-প্রচারণা না থাকায় বিজয়ের সম্ভাবনার পথেই নৌকা মার্কার প্রার্থী সাজ্জাদুল হাসান। সরেজমিন ঘুরে জানা গেছে, গত ১৮ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণ শুরু হলেও একমাত্র নৌকা ব্যতিত অপর প্রার্থীদের এখন পর্যন্ত কোন প্রচারণাই শুরু হয়নি। জানা গেছে, নেত্রকোণা- ৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনে তৃণমূল বিএনপির মোঃ আল্ মামুন (সোনালী আঁশ), জাসদের মোঃ মুসফিকুর রহমান (মশাল), জাতীয় পার্টির এডভোকেট মোঃ লিয়াকত আলী খান (লাঙ্গল) এবং আওয়ামী লীগের সাজ্জাদুল হাসান (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। কিন্তু নির্বাচনী মাঠে সরব আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাজ্জাদুল হাসান। অন্য প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও পোস্টার এখনও পর্যন্ত কারো নজরে পরেনি। মোহনগঞ্জ শহরের স্টেশন রোডে কর্মরত মোঃ শাহজাহান বলেন, নৌকা ছাড়া আর কোন প্রার্থী আমার চোখে পরে নাই। ওই তিন উপজেলার অসংখ্য ভোটারের একই অভিমত। আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সাজ্জাদুল হাসান গণসংযোগ, ঊঠান বৈঠক ও জনসভায় বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে মানুষের কল্যাণে কাজ করে যাব। তিনি সবার সহযোগিতা, দোয়া ও ভোট কামনা করেন।