মিলন হোসেন নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ (শেরপুর)
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে
একুশে পাঠচক্রের নিয়মিত আসর ২৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘স্বাধীনতার ৫০ পেরিয়ে প্রাপ্তি ও প্রত্যাশা” শিরোনামে একুশে পাঠচক্রের ২১তম আসরে বীর মুক্তিযোদ্ধা ,কবি আলী আক্কাসের সভাপতিত্বে
বক্তব্য উপস্থাপন করেন টিভি টু ডের প্রধান সম্পাদক মুঞ্জুরুল আহসান বুলবুল,বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার,সাংবাদিক এমএ হাকাম হীরা,কবি,ছড়াকার মুস্তাফিজুল হক, প্রভাষক স্বপ্না চক্রবর্তী।
উপস্থাপনা করেন শিক্ষক অরুপ দেবনাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, নবরূপী ক্রীড়া ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি জয়জিৎ দত্ত শ্যামল,কবি,ছড়াকার আশরাফ আলী চারু,শিক্ষক কার্তিক সাহা, শিক্ষক মাহমুদুল আহসান লিটন, শিক্ষক শান্তি সাহা,সাংবাদিক শাহাদাত তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন,শিক্ষক তনিমা ইসলাম প্রমুখ।
দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বিল্লাল মোহাম্মদ মানিক,কবি রিয়েল আব্দুল্লাহ,কবি কামরুল আহসান রিয়েল,কবি মোস্তাফিজুল হক,কবি আশরাফ আলী চারু,শিশু শিক্ষার্থী মিথিল,মাশউক।আবৃত্তি করেন অরুপ দেবনাথ, গান গেয়ে শোনানা মনি গাঙ্গুলী ও অচিন্ত্য গাঙ্গুলী।