মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছীতে ভেজাল দুধ রোধকরণে দুধ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪ টায় নওগাঁর বদলগাছী উপজেলা সদরের হাটখোলা বাজারে ভেজাল দুধ রোধকরণে দুধ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রাণী সম্পদ অফিস সূত্রে জানা গেছে, প্রতিনিয়ত বাজারে ভেজাল দুধ বাজারে বিক্রয় করা হয় এমন অভিযোগের ভিত্তিতে অদ্য আজ বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ ও জনসাধারণ।
এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক জানান, নিরাপদ প্রাণীজ আমিষ নিশ্চিত করণে আজকের এই অভিযান। জনসাধারণ নিরাপদ দুধ,ডিম ইত্যাদি গ্রহণ করুন এটা আমাদের প্রত্যাশা। আমাদের কাছে অভিযোগ ছিল দুধে পানি মিশিয়ে বিক্রয় করা। অভিযোগের ভিত্তিতে আমরা ল্যাকটো মেশিন নিয়ে এসে পরীক্ষা করি এবং ভেজাল দুধ ফেলে দিয়ে সবাইকে প্রাথমিক ভাবে সতর্ক করি। পরবর্তীতে এ ধরনের কাজ করলে আমরা আরও কঠোর ব্যবস্থা গ্রহন করবো। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।