সুবাস চন্দ্র, জেলা প্রতিনিধি নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে বাল্যবিবাহ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে জনসচেতনা বাড়াতে ছাত্র-ছাত্রীদের মাঝে দেয়লিকা প্রদর্শন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মথুরাপুর ইউপির গয়েশপুর উচ্চ বিদ্যালয় মাঠে আগামীর পথে কর্মসূচির আয়োজনে ওইমেন ফর ফ্যামেলি ডেভেলপমেন্টের (CFWD) অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের (MJF) সহযোগিতায় বাল্যবিবাহের জনসচেতনতা বাড়াতে বাল্য বিয়ে ও পারিবারিক সহিংসতা প্রতিরোধ ক্যাম্পেইনে জনসচেতনতা মূলক দেয়লিকা প্রদর্শন করা হয় ।
বিভিন্ন প্রকার জনসচেতনা মূলক লেখনির মাধ্যমে দেয়লিকায় বাল্য বিবাহের কুফল গয়েশপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন, একাউন্ট অফিসার মোহন আলী, ফিন্ড ফ্যাসিলিটিটর আমিনুল ইসলাম।