ধূপখোলা মাঠ আবার জবি শিক্ষার্থীদের

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ধূপখোলা মাঠটি (পুরান ঢাকার গেন্ডারিয়ায় অবস্থিত) জেলা প্রশাসকের সহযোগিতায় ফিরে পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রবিবার ১৮ আগস্ট ২০২৪, বেলা ৩টার পরে প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাস থেকে কর্তৃপক্ষসহ মিছিল নিয়ে ধূপখোলা মাঠে যায় শিক্ষার্থীরা। এসময় আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালকে মাঠটি বুঝিয়ে দেওয়া হয় এবং কাগজপত্র বুঝিয়ে দেওয়া সম্পূর্ণভাবে বুঝিয়ে দিবে বলে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সহ আরো কিছু শিক্ষক। পরবর্তীতে শিক্ষার্থীরা গেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ নামে ব্যানার লাগিয়ে দেন।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে মৌখিক ঘোষণা দিয়ে মাঠটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে করে দিলেও সাবেক সিটি করপোরেশন মেয়র শেখ ফজলে নূর তাপস করোনাকালীন সময়ে তা দখল করে নেয় এবং সংস্কার করেন। প্রায় চার- পাঁচ বছর বেদখল হয়ে থাকা এই ধূপখোলা মাঠ আজকে পুনরায় শিক্ষার্থীরা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *