ধনবাড়ীতে প্রয়াত সাংবাদিক স.ম. জাহাঙ্গীর আলমের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শ‌হিদুল ইসলাম: ধনবাড়ী প্রতি‌নি‌ধি

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে ধনবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের উদ্যো‌গে
উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি প্রবীণ সাংবাদিক প্রয়াত স.ম. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন এর সভাপতিত্ব‌ে, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় , স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন- ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল করিম।

স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন এবং
সভায় ফোরামের সহ-সভাপতি আনছার আলী, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক এস.এম শহীদ, ফোরামের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, যুগ্ম সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক অভিজিৎ ঘোষ, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আব্বাসী, দৈ‌নিক সমাচার প‌ত্রিকার জেলা প্রতি‌নি‌ধি মাসুদুর রহমান মিলন , দৈ‌নিক সমাচার প‌ত্রিকার উপ‌জেলা প্রতি‌নি‌ধি শ‌হিদুল ইসলাম, ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লাবের সকল সাংবা‌দিকসহ টাঙ্গাইল জেলার বি‌ভিন্ন উপ‌জেলার সাংবা‌দিকবৃন্দ ।

স্মরণসভায় বক্তারা বলেন, সাংবা‌দিক‌দের দুর্দিনে স.ম. জাহাঙ্গীর আলম সাংবা‌দিক‌দের পাশে দাঁড়িয়েছেন। একজন সাংবা‌দিক‌ হিসেবে মানবতার কল্যাণে কাজ করে গেছেন তিনি।

স্মরণসভা শেষে প্রয়াত স.ম জাহাঙ্গীর আলমের বিদেহী আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধনবাড়ী মডেল মসজিদের ইমাম।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বাধর্ক্যজনিত কারণে ঢাকা আনোয়ার খান মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরের দিন শনিবার ১৬ ডিসেম্বর তাঁর নিজ বাড়ী উপজেলার বলিভদ্র গ্রামে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *