ধনবাড়ী উপজেলায় বি‌ভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন ।

শ‌হিদুল ইসলাম :ধনবাড়ী প্রতিনিধি

টাঙ্গাইল ধনবাড়ী উপজেলায় ৩৭ টি মন্ডবে মহা ষষ্ঠীপূজার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে।

শুক্রবার মন্ডবে মন্ডবে ঢাকঢোল আর কাঁসার বাদ্যে দেবীর বোধন পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

গতকাল ২১ অ‌ক্টোবর মাননীয় কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয় ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন ক‌রেন ।

মাননীয় কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয় বিভিন্ন মন্ডব পরিদর্শনের পাশাপাশি প্রতিটি পূজা মন্ডবের সার্বিক পরিস্থিতির খোজখবর নেন।

পাঁচদিনব্যাপী দূর্গাপূজার জন্য প্রতিটি মন্ডব বর্ণিল সাজে সাজানো হয়েছে। সম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে প্রতিটি মন্ডব নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নেওয়া হয়েছে। মন্ডবে মন্ডবে মোতায়েন রাখা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়াও মন্ডবে মন্ডবে টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ, এইচ এম জসিমউদ্দিন জানান, এবার প্রতিটি মন্ডবে বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য পুলিশ সতর্ক রয়েছে।

২০ অক্টোবর থেকে শুরু হওয়া পাঁচদিন ব্যাপী দূর্গোৎসব আগামী ২৪ অক্টোবর বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দূর্গাপূজা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *