দুর্গা পাশা ইউনিয়নকে সাজাতে নতুন মুখের বিকল্প নেই।

বরিশাল জেলা প্রতিনিধি

মোহাম্মদ জাকির হোসেন

সম্প্রতিঃঅবহেলিত এক জনপথ দুর্গাপাশা ইউনিয়ন, চতুর্দিকে ঘেরা , নদী ভাঙ্গন বেষ্টনীতে কারখানা নদীর ভাঙ্গনী তে হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাওয়া , খোলা আকাশের নিচে থাকা সত্ত্বেও, নিজ মাতৃভূমি দুর্গা পাশা ইউনিয়ন ছেড়ে যেতে চাচ্ছেনা অনেকে,কারখানা নদীর ভাঙ্গনের গ্লাসে ছোট হয়ে যাওয়া ইউনিয়নটি আজও অবহেলিত , চলাচলের জন্য রাস্তাঘাটের অবস্থা করুন অন্যদিকে ইস্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ,শত কষ্টের মধ্যে দিয়েও , লেখাপড়ার হাল ছাড়ছেন না , দুর্গা পাশা ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকার অধিকাংশরা জেলে, এবং দিনমজুর তাদের একমাত্র আয়ের উপার্জন হচ্ছে মাছ ধরা, ফসলি ও জমির নাই বলতেই চলে, তারপরও ভিটা বাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে রাস্তার উপরে , টিনের সাপরা দিয়ে বসবাস করছেন, তাদের পাশে দাঁড়াবার মত কেউ নেই, মামু ভাইগনার নাটকীয় সংগ্রাম, সাধারণ জনগণ এই সংগ্রাম আর দেখতে চায় না , আগামী দিনে দুর্গা পাশা ইউনিয়নকে সাজাতে নতুন মুখ দেখতে চায়,অত্র ইউনিয়নের কৃতি সন্তান সকলের পরিচিত মুখ, গাজী মোশারফ হোসেন, গরীব দুঃখী মেহনতী মানুষের বন্ধু, তিনি যতদিন বেঁচে আছেন জনগণের সেবার মাধ্যমে বেঁচে থাকতে চান, তিনি ইতিমধ্যে মসজিদ মাদ্রাসা সহ , অসহায় গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার , খরচ সহ এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ।এমন একজন যোগ্য ব্যক্তিকে এলাকাবাসী দেখতে চাই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *